বড়দের (বিখ্যাত) মর্যাদা যারা দেয় না তারা কখনো বড় হতে পারে না,
তারা কোনদিন বড় হয়নি।
ইতিহাস এর সাক্ষ্য বহন করে।
বড়কে সমালোচনা করা যেতে পারে কিন্তু হেয় করা গুরুতর অন্যায়।
কোন দেশেই বড় মানুষ প্রতিদিন ঘরে ঘরে জন্মায় না, তাকে সৃষ্টি করে নিতে হয়।
তাকে তুলে ধরতে হয় দুনিয়ার সামনে।
তার মাধ্যমেই দেশ পরিচিতি লাভ করে।