
প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৮:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২১, ১১:৫৪ পূর্বাহ্ণ
ভোগান্তি শেষ হতে না হতেই আবারও ওয়াসার খুঁড়াখুঁড়ি

- মাত্র ক'য়েক মাস হলো শেষ হয়েছে নগরের দেওয়ান হাট টু অলংকার সড়কের প্লাস্টারের কাজ, দির্ঘ দিনের ভোগান্তি শেষে পথ চলায় স্বস্তি পেতে শুরু করেছিল এই গুরুত্বপূর্ণ সড়কের চলাচলকারী হাজারো মানুষ। তবে এখন আবারো অস্বস্তি আনতে শুরু করেছে চট্টগ্রাম ওয়াসার অপরিকল্পিত কার্যক্রম, নতুন প্লাস্টার করা রাস্তায় শুরু করেছে জনভোগান্তির সেই খুঁড়াখুঁড়ি।
ছবিটি চট্টগ্রাম দেওয়ান হাট - অলংকার সড়ক থেকে রবিবার ( ২ মে ) রাতে ক্যামরা বন্দি করেছে আব্দুল গফুর।
Copyright © 2025 Journal24. All rights reserved.