আসন্ন ইদুল ফিতরকে সামনে রেখে 'মডেল মিডিয়া এজেন্সি'র আয়োজনে ঈদ ফ্যাশন ফটোগ্রাফি ২০২৫ এর শুট শুরু হয়েছে।।
শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মডেল দের নিয়ে ফটোশুটের ব্যস্ততায় পার করছে মডেল মিডিয়া এজেন্সি।
মডেল মিডিয়া এজেন্সির মডেল অর্গানাইজার বিকি রাফি বলেন ইদকে সামনে রেখে নামী দামি ব্রান্ডের কোম্পানি গুলো ড্রেস স্পন্সর করছে এই আয়োজনের জন্য, আমাদের এজেন্সি সব সময় মডেলদের গুরুত্ব দিয়ে কাজ সম্পন্ন করে থাকে।
ফটোশুটে অংশ নেওয়া মডেল রুশদি ও আসিফ বলেন' মডেল এজেন্সি সব সময় মডেলদের কাজ পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে থাকে।
এই আয়োজনে ফটোগ্রাফার ছিলেন মাহবুব সানি, স্টাইল ও কোরিওগ্রাফি করেছেন বিকি রাফি, মডেল ছিলেন রুশদী ও আসিফ।