
১৭ সেপ্টেম্বর, শুক্রবার ‘মহান শিক্ষা দিবস’। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি শাসকগোষ্ঠীর চাপিয়ে দেওয়া শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ অনেকে। তাদের স্মরণে এ দিনটি শিক্ষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শিক্ষা দিবস উপলক্ষে ১২নং সরাইপাড়া ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হান্নান খান ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন ইমনের সঞ্চালনায় ১৭সেপ্টেম্বর সরাইপাড়াস্থ ভেলুয়ার দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা দিবস উদযাপন করা হয়।
শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সরাইপাড়া ওয়ার্ড আওয়ামীলীগ আহ্বায়ক ও কাউন্সিলর আলহাজ্ব নুরুল আমিন বলেন ,বর্তমান অস্থিতিশীল বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ বৃদ্ধির ক্ষেত্রে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে শিক্ষার মানোন্নয়নে, শিক্ষাবান্ধব সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বছরের শুরুতেই ১ম-১০ম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ,প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান,গরীব ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে পাঠদান সহ শিক্ষাব্যবস্থার উন্নয়নে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহন করে উন্নত বিশ্বের সাথে বাংলাদেশের শিক্ষাব্যস্থাকে আসীন করেছেন। তাই পড়াশুনার পাশাপাশি,জাতির জনক বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীকে আদর্শ হিসেবে নিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেলুয়ারদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তুহিন আকতার,ইউনুস মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফসিউল আলম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম শহীদ।
অনুষ্ঠানে অতিথিগণ মহান শিক্ষা দিবসকে জাতীয় দিবস করনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১২নং সরাইপাড়া ওয়ার্ড ছাত্রলীগনেতা আজিজুল হাকিম প্রিন্স,রিয়াজুল ইসলাম রকি, মোজাম্মেল হোসেন রিদয়,মোশাররফ হোসেন অন্তর,মোঃ মোর্শেদ,মেরিন সিটি মেডিকেল কলেজ ছাএ সংসদের দপ্তর সম্পাদক মোহাম্মদ,রাফি,সৈয়দ আসিফুর রহমান আসিফ,কাফি,মুন্না,আন্না,নাঈম,বেলাল,শাফি,সাজিদ,রিয়াদ প্রমুখ।