
সকাল আনুমানিক ৭ টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ফেরিঘাটে বালুবাহী বাল্কহেডের সাথে স্পীডবোটের মুখোমুখী সংঘর্ষে দুইটি নৌযাহানের দূর্ঘটনার কবলে পরে শিশু নারীসহ ২৫ জনের মৃত্যু হয়, সর্বশেষ ১১ টা পর্যন্ত ২৬ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়,এই ঘটনায় আরো বেশ কয়েক জন নিখোঁজ আছেন, স্হানীয় লোকজন ফায়ার সার্ভিস ও নৌপুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করেছে। প্রসঙ্গত বাংলাবাজার ফেরিঘাটের পুরোনো কাঁঠালবাড়ি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে একজন। সোমবার (৩ মে) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটলেও নিহতদের স্বজনেরা এখনো এসে পৌঁছায়নি কাঁঠালবাড়ী ঘাটের পদ্মার পাড়ে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল থেকে উদ্ধার অভিযান চলমান রয়েছে। ২৬ জনের মরদেহ পেয়েছি। পাঁচজনকে আহোবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।