
পহেলা মে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিবারের পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
এসময় চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রায় দুই শতাধিক হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণে সার্বিক সহায়তা করেন পূবালী ব্যাংক ম্যানেজার মাহমুদুল হক, মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা ডাঃ জামাল উদ্দিন, প্রতিষ্ঠাতা মোঃ ইউছুপ জালাল, মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন গ্রুপের এডমিন রাশেদুল ইসলাম রাশেদ, সাঈদা আক্তার বৃষ্টি, মডারেটর রাজিয়া সুলতানা রুনা, আসমাউল হুসনা, সদস্য শওকত, শহিদ , বোরহান উদ্দিন সাগর, ইমতিয়াজ, নুরুন্নবী চৌধুরী জিহান, শাহিনুর, মেহেরুন নেছা হারিয়া, রেহেমান জামান রাকিব, সজিব দে, আসাদ আলী রাজু, হাফসা খান সহ আরও অনেকে।
ইফতার বিতরণ শেষে মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা বলেন, সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় ব্যক্তিরা সোনার বাংলাদেশে কেনই বা অনাহারে থাকবে?
আসুন করোনার এই মহামারীতে সকলে একতাবদ্ধ হয়ে একে অপরের পাশে থেকে মানবতার হাত বাড়িয়ে দিই, এবং সবাই এক সাথে হাসি মুখে বাঁচি।
প্রতিষ্ঠাতা মোঃ ইউসুফ জালাল বলেন, সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন মানবিক চিন্তাচেতনার স্বপ্ন দেখেই মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন, বাংলাদেশ। স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক এই সংগঠন টি প্রতিষ্ঠা করেছি। এবং দীর্ঘদিন ধরে সংগঠনের সদস্যদের মানবিক ও সার্বিক সহযোগিতায় বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ড করে আসতেছি। তাছাড়াও সংগঠনের ত্যাগী সদস্য এবং সমাজের বিত্তবানদের সব সময় মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।