কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আহত ব্লক সাব মাঝি সেলিম মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্লক সাব মাঝি মোহাম্মদ সেলিম উল্লাহ (২৮) উখিয়ার কুতুপালং সি-ব্লকের রফিক উদ্দিনের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে অধিনায়ক জানান, ৬-৭ জনের দুর্বৃত্ত দল বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উখিয়ার কুতুপালং ৫নং রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে মোহাম্মদ সেলিমকে গুলি করে পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ সেলিমকে অন্য রোহিঙ্গারা উদ্ধার করে কুতুপালংয়ে এমএসএফ হাসপাতালে নিয়ে যান।
পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। অবস্থা আরও বেগতিক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অধিনায়ক আরও জানান, এ ঘটনায় হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ক্যাম্প এলাকায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।