প্রবাদ প্রবচনের কথাটি যেন কোন অংশেই মিথ্যা নয় "নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ" এমনি কান্ড ঘটিয়ে বসলেন কর্ণফুলী থানাধীন চর লক্ষ্যা ৭ নং ইউনিয়নের মৃত মোঃ ইলিয়াছ এর পুত্র মোঃ আরিফ প্রকাশ মনাক্কা।
ঘটনার সূত্রপাত শনিবার আনুমানিক সকাল ১১টা জুন ২০২১ইং মৌলভী বাজার হতে নিজ গৃহে যাওয়ার সময় আরিফ ভরা বাজারে হঠাৎ ষাটউর্ধ্ব বৃদ্ধ মোঃ হারুনকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে বসে। মৌলভীবাজারে বাজার করতে আসা লোকজন দোকানদার সহ সবাই এ ঘটনা প্রত্যক্ষ করে। বাজারের লোকজন এগিয়ে আসলে আরিফ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় মোঃ হারুন কর্ণফুলী থানায় একটি অভিযোগ করেন।
মোঃ হারুন অনেকদিন অসুস্থ বলে পারিবারিক সূত্রে যায় এবং এলাকার স্থানীয় লোকজন জানান তিনি রাজনৈতিক জীবনে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কমিউনিটি পুলিশের দায়িত্বে ছিলেন। আরিফ এ ঘটনা ঘটানোর আগে মোঃ হারুন ও তার পুত্র মোঃ সিফাত এর সাথে কৃষি জমির ভাগ বাটোয়ারা এবং দখল নিয়ে প্রকাশে
গালমন্দ করে। শুধু তাই নয় দেখেনিবে বলে হুমকি দেয়। এ বিষয়টি প্রতক্ষ্য করে মোঃ জমির উদ্দিন তিনি জায়গা জমির বিষয় নিয়ে ভাগ বাটোয়ারায় সমস্যা থাকলে ঝগড়াবিবাদ না করে স্থানীয় ভাবে বসে মিমাংসা করার পরামর্শ দেন।
আরিফ পূর্ব পরিকল্পিত ভাবে মোঃ হারুনকে ভরা বাজারে হেনস্তা করেন এবং তিনি এ বিষয়ে কেন থানায় ডাইরি করলেন এর উপযুক্ত জবাব স্বরুপ মোঃ হারুন(৬০) , মোঃ হারুনের আপন ভাই ফারুক(৫৫) এবং পুত্র মোঃ সিফাত (২৮) কে ফাঁসিয়ে বিজ্ঞ আদালতে জায়গার বায়না বাবদ চার লক্ষ টাকা নিয়েছে বলে ফৌজদারি অভিযোগ এনে ওরারেন্ট জারি করান যাতে করে তিনজনকে কারারুদ্ধ করে জমি দখলে কেউ বাধা দিতে না পারে। আরিফ টাকার বিষয়ে যে স্টাম্প প্রদর্শন করেন তাতে ২২/০১/২০২১ইং টাকা নেওয়ার কথা উল্লেখ আছে। সরজমিনে বিষয়টি সংবাদকর্মীরা খতিয়ে দেখা হলে যে সাক্ষীগণের সামনে টাকা হস্তান্তর করার বিষয়ে জানতে চাইলে ১ম সাক্ষী মোঃ শাহজাহান, পিতাঃ মৃত ইলিয়াছ, এ বিষয়ে কিছু জানেনা এবং স্টাম্পের যে স্বাক্ষর সে স্বারটি তার নয় বলে উল্লেখ করেন। ২য় স্বাক্ষী মোঃ ফারুক, পিতাঃ আমির হামজা ও একই কথা বলেন। ৩য় স্বাক্ষী মোঃ নাছির বলেন এ স্বাক্ষর এ কাগজে কেমনে আসল কি ভাবে আসল তা আমি জানিনা এই সই আমার না। ঐ দিন আমি বাড়িতেই ছিলাম না।
এ ধরনের স্বাক্ষর জালিয়াত করে রিদোয়ান নামের এক ব্যক্তি বলেন আমার পিতা মোঃ ইসমাইলের সম্পত্তিও আত্মসাৎ করেছে এই আরিফ।
এসব ঘটনায় ভুক্তভোগী মোঃ হারুনের কাছে জানতে চাইলে তিনি জানান আমি অসুস্থ দীর্ঘদিন চিকিৎসা শেষ কিছুদিন হল ভারত থেকে আসলাম। ঘটনারদিন আমার ছেলে চাকরিতে ছিল তাকে পর্যন্ত মিথ্যা মামলা দিয়েছে, সংবাদমাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ মিথ্যা মামলা থেকে অবাহ্যতি এবং এই প্রতারকের সুষ্ঠ তদন্ত এবং বিচার এর আবেদন জানান।
অভিযোগ এর বিষয়ে কর্ণফুলী থানার তদন্ত করর্মতা এস আই মনিরের কাছ থেকে জানতে চাইলে তিনি জানান বিষয়টি জায়গা জমি সংক্রান্ত তাই এ বিষয়ে থানার কিছু করার নেই যেহেতু আগে আদালতে মামলা হয়েছে সেহেতু আমাদের তেমন কিছু করার নেই। কাগজে পত্রে দেখা যায় অভিযোগ হয় ০৫ই জুন ২০২১ইং অভিযুক্ত বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে ০৭ই জুন ২০২১ইং।