
২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডে রওশন আরা খানম ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও
সেহেরী সামগ্রী বিতরণ করা হয় । এসময় চসিক মেয়র বলেন, প্রাণঘাতী করোনার
সংক্রমণ রোধে সরকারের পক্ষ হতে চলমান লকডাউনের মেয়াদ আরো বাড়ানো হয়েছে।
তবে মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনা করে গণপরিবহন আংশিক চালু সহ
কিছু কড়াকড়ি শিথিল করা হয়েছে। এই শিথিলতাতে স্বাস্থ্যবিধিকে অবজ্ঞা করলে
সামনে আরো বড় ধরণের বিপর্যয় ডেকে আনার অবস্থা তৈরী হতে পারে। এই জন্য
স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। তিনি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার
ব্যবহারসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে নগরবাসীর প্রতি আহবান জানান। আজ
বৃহস্পতিবার উত্তর পাঠানটুলী ওয়ার্ডে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করতে
গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
ওয়ার্ড কাউন্সিলর মো. জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন
প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দীন, ডবলমুরিং থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
হাজী দোস্ত মোহাম্মদ, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. ইদ্রকাজেমী, হাজী মো. শওকত আলী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. হাসান, সাবেক
কমিশনার জাফর আহমেদ, আব্দুস শুক্কুর, মাহাফুজুর রহমান, আনোয়ার খান প্রমুখ।
তিনি সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে এসে দরিদ্র
মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন,
আমাদের অনেক কর্মী রক্ত-ঘাম দিয়ে আমাদেরকে ক্ষমতায় এনেছেন। এই ক্ষমতা জনগণের
জন্য উৎসর্গ করতে পারলেই তাদের শহীদি আত্মা শান্তি পাবে। তিনি আরো বলেন,
আমাদের কাছে সুসংবাদ হচ্ছে আমাদের প্রবাসীদের আয়ে আমাদের রেমিটেন্স
বেড়েছে। আমাদের সন্তানেরা আজ যারা বিদেশে গিয়ে ভালো আয় করছে, এমন
একদিন আসবে ঐ বিদেশীরাই আমাদের এখানে কাজের সন্ধানে আসবে। তিনি আজ
দুপুরে দামপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে শহীদ মহিম, কায়সার, কাশেম
স্মৃতি সংসদ আয়োজিত দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে এ কথা
বলেন। যুবলীগ নেতা হাবিবুল্লাহ নাহিদের সভাপতিত্বে ও শওকত উল্লাহ সোহেলের
সঞ্চালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো.
গিয়াসউদ্দীন, কাউন্সিলর নেছার উদ্দীন আহমেদ মঞ্জু, মো. এসারুল হক, মহানগর
ছাত্রলীগের সাবেক সভাপতি এম.আর. আজিম, যুবলীগ নেতা নুরুল আনোয়ার,
আসিফুর রহমান মুন্না, জিল্লুর রহমান, কাজী আলমগীর, মহিউদ্দিন বাপ্পী, ফারুকুল
ইসলাম অংকুর।
তিনি আরো বলেন, এই করোনাকালে সকল স্বাস্থ্যবিধি মেনে যার যার অবস্থানে থেকে
আমরা ঈদ উদ্দযাপন করবো এবং আগামীতে করোনা মহামারী থেকে মুক্তির জন্য
আল্লাহর কাছে ফরিয়াদ করবো। আল্লাহর রহমতে আমরা জীবন-জীবিকার লড়াই অতিক্রম
করতে পারবো।