
‘কঠোর লকডাউনে’ ভীষণ কড়াকড়ির মধ্যেও রাজধানীর প্রধান সড়কগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর তদারকি ছিল। বাইরে বের হওয়া লোকজন নানা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। সড়কে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো।
তবু নানা অজুহাতে ঘর থেকে বের হয়েছেন মানুষ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাজধানীর প্রধান সড়কগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর তদারকি ছিল। বাইরে বের হওয়া লোকজন নানা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন।
দুপুরে শাহবাগের সড়কে যানবাহন ও মানুষের চলাচল ছিল বেশি। এছাড়া বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ব্যাংক খোলা থাকায় বেশিসংখ্যক গাড়ি চলাচল করতে দেখা গেছে। তবে ব্যাংকের কাজে যাদের ব্যক্তিগত বা অফিসের গাড়ি ছিল না, তাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে। পণ্যবাহী ট্রাক, রিকশা, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সও ছিল সড়কে অনেক বেশি।
এছাড়া রাজধানীর বাংলামটর, কারওয়ান বাজার, ফার্মগেট, কলাবাগান, ধানমণ্ডি-৩২, সায়েন্সল্যাব, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড, বিজয় স্মরণি, তেজগাঁও, মৎস্য ভবন এলাকা ঘুরেও একই চিত্র দেখা গেছে।