আমরা চট্টগ্রামের দিনের বেলায় সৌন্দর্য সকলেই উপভোগ করি কিন্তু রাতের আধারে হাজারো মানুষ অনাহারে যে থাকে তা কি আমরা কেউ জানি?
হয়তো সকলেই জানি তারপরও আমরা এড়িয়ে চলে যাই, প্রতিটি মানুষ নিজ নিজ জায়গা থেকে যদি একটি মানুষকেও আহার দিয়ে সাহায্য করি তাহলে হয়তোবা, অনাহারে মানুষ আর রাত যাপন করবে না।
তাই ১৪ জুলাই থেকে এই ক্ষুদ্র প্রয়াসে যাত্রা শুরু করেন,আন্তর্জাতিক হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশ, লায়ন্স ক্লাব অব অলংকার চট্টগ্রাম, ভয়েস অফ চট্টগ্রাম এর যৌথ প্রযোজনায় অনাহারীদের আহার দান কর্মসূচি চলবে।
অনাহার ব্যক্তিরা পাবেন আহার এই প্রত্যাশায় সকলে যৌথ ভাবে এ কার্যক্রম শুরু করেছেন। আমাদের আজকের কার্যক্রমে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবুল হাশেম (সাবেক সফল চট্টগ্রাম জেলা পিপি) এবং কমিশনার আন্তর্জাতিক হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশ। আরো উপস্থিত ছিলেন লায়ন ক্লাব অলংকার এর সাধারণ সম্পাদক লায়ন সাব্বির চৌধুরী সহ-সভাপতি লায়ন মানস দেব ,ইঞ্জিনিয়ার অন্তু কুমার রায়। মানবাধিকার কর্মী রুবেল, মুরাদ সহ বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা যুক্ত ছিলেন।