
কক্সবাজারের রামুর পানিরছড়া এলাকায় মুখোমুখি গাড়ি সংঘর্ষের ঘটনা ঘটেছে। হঠাৎ করে একটি গাড়ি ভাড়ায় চালিত একটি পিকআপ ট্রাককে সামনাসামনি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের পর পিকআপটি রাস্তার একপাশে চলে যায়।
স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী এক সিএনজি চালক জানান, “অল্পের জন্য আমি প্রাণে বেঁচে গেছি। হঠাৎ মুখোমুখি সংঘর্ষের পর একটি গাড়ি পালিয়ে যায়।”
তিনি আরও জানান, গাড়ির গতি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার মধ্যে ছিল। স্থানীয়রা জানায়, যেই গাড়ির সাথে পিকআপটির সংঘর্ষ হয়, সেটি এলাকায় ‘ছারপোকা’ গাড়ি নামে পরিচিত। সংঘর্ষের পর সেই গাড়ির ছাউনি খুলে রাস্তায় পড়ে গেলেও চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, পলাতক গাড়িটি শনাক্ত করতে অভিযান চলছে। এদিকে স্থানীয় এক ব্যবসায়ী নিজের অর্থ খরচ করে দুর্ঘটনাকবলিত পিকআপটি কক্সবাজার হাইওয়ে থানার হেফাজতে হস্তান্তর করেছেন।
পথচারী হানিফ জানান, দুর্ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে পিকআপের চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় ‘ছারপোকা’ নামে পরিচিত গাড়িগুলোতে অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক দিয়ে গাড়ি চালানোর কারণেই প্রায়ই দুর্ঘটনা ঘটে।