
প্রায় ১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রীপিস ও লেহেঙ্গাসহ একজন চোরাকারবারীকে ফেনী থেকে আটক করেছে র্যাব -৭।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ৪ সেপ্টেম্বর রবিবার বিকাল ৪ টায় ফেনী মডেল থানার হাসপাতাল মােড় এলাকায় পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপােষ্টে একটি কাভার্ডভ্যান তল্লাশী করে মােঃ শাহ আলম (২৮), পিতা- আঃ জলিল, সাং- বিজয়করা, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাকে আটক করে। এ সময় কাভার্ডভ্যানের মালামাল বহন করার জায়গায় ৪২ টি পাটের বস্তা ও ৪ টি প্লাস্টিকের বস্তার ভিতর ২,৮৮০ পিস ইন্ডিয়ান শাড়ি, ২৩৫ পিস লেহেঙ্গা এবং ১০০ পিস থ্রিপিস উদ্ধার করাসহ আসামীকে গ্রেফতার এবং কাভার্ডভ্যানটি জব্দ করে।
উদ্ধারকৃত চোরাই কাপড়ের আনুমানিক মূল্য ১ কোটি টাকা বলে জানা গেছে। পরে গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
র্যাব -৭ এর সিনিয়র সহকারী পরিচালক মােঃ নুরুল আবছার বলেন, আসামী শাহ আলম দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী দেশ ভারত হতে শুল্ক/কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বিভিন্ন কাপড় আনয়নপূর্বক বাংলাদেশের বিভিন্ন স্থানে পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ আমরা তাকে ফেনী থেকে গ্রেফতার করি।
Discussion about this post