
র্যাব-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল আজ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী থানার মহিপাল এলাকায় গাড়ি তল্লাশি করে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করে।
মাদক বিক্রেতা মোঃ শহিদ আলম মুন্নার (৩১), বাড়ি বারইয়ারহাট এর জোরারগঞ্জ বলে জানা গেছে।
এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে জানানো হয় মাদক বিক্রেতা শহিদ দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে খুচরা ও পাইকারীভাবে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।
Discussion about this post