
৯ আগস্ট ফেনী জেলার ফেনী সদর এবং চট্টগ্রাম জেলার মিরসরাই থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১৫ লক্ষ টাকা মূল্যের ৫৭ কেজি গাঁজা, ১,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩২ বোতল স্কুপ সিরাপ উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ী’কে আটক করেছে ।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। র্যাব জানায়, ফেনী সদর থানাধীন মোহাম্মদ আলী বাজার এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে খবর পেয়ে অভিযান পরিচালনা করে আসামী মোঃ জুয়েল হোসেন (৩০) কে আটক করে। এ সময় তার হেফাজতে থাকা দুইটি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ২২ কেজি গাঁজা, ১,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩২ বোতল স্কুফ সিরাপ উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম, কুমিল্লা এবং ফেনী জেলার বিভিন্ন থানায় ৭ টি মামলা রয়েছে। এদিকে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন ১৫নং ওয়াহেদপুর ইউপিস্থ ভাঙারপুল সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্টে গাড়ি তল্লাশিকালে আসামী মোঃ বাদশা (২২) কে প্রাইভেটকারসহ আটক করে। এ সময় প্রাইভেটকারের পিছনের বডির ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় । গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত ফেনী জেলার এবং চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।