ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর উদ্যোগে লকডাউনে করোনা রোগীদের জন্য চালু করা হলো ফ্রী অক্সিজেন সেবা। ঘরে বসেই জরুরী সেবা নাম্বারে কল দিলেই পাওয়া যাচ্ছে এই সেবা।
সম্প্রতি দেশে করেনার প্রকোপ বৃদ্ধির কারণে এবং চলমান লকডাউনে রোগীদের সেবা দানের লক্ষ্যে চালু হয় এই কার্যক্রম। এই কার্যক্রমের প্রধান উদ্যোক্তা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর জোনাল কোর্ডিনেটর বিশিষ্ট মানবাধিকার ও সমাজকর্মী মেজবাহউদ্দীন বলেন করোনা মহামারী মোকাবেলায় এবং লকডাউনে শ্বাসকষ্টজনিত রোগীদের যাতায়াতের কষ্ট লাগব করে বিশেষ সুবিধা প্রদানের লক্ষে ঘরে ঘরে ফ্রি অক্সিজেন সেবা চালু করেন তিনি।
IHRC এর সকলের প্রচেষ্টায় ও ভোলেন্টিয়ারদের একনিষ্ঠ আত্মনিয়োগে সফল হচ্ছেন তারা।তিনি আরো জানান যে, লকডাউন যতদিন থাকবে এই সেবা ততদিন চালু থাকবে।ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ব্যানারে এই জরুরি সেবা ২৪ঘন্টা পাওয়া যাবে।
জরুরী প্রয়োজনে : ০১৮৫৪৬৬৬৭৭৮