লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় মানুষের মাথার খুলি ও দুটি হাড় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে ফেলে যাওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা গ্রামের একটি ডোবা থেকে এগুলো উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাথার খুলি ও দুটি হাড় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এগুলো মানুষের। দুর্বৃত্তরা হত্যার পর বস্তাবন্দি করে মরদেহ এখানে ফেলে রেখে যায়।
এসপি আরও বলেন, পুরো শরীরের হাড় ছিল না। ঘটনাটির তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর বিষয় জানা যাবে। বিষয়টি আদালতে উপস্থাপন করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নান্দিয়ারা গ্রামের বিস্তীর্ণ একটি বিলের মাঝখানের ডোবায় স্থানীয়রা মাছ ধরতে যান। এসময় একটি বস্তা উদ্ধার করেন তারা। এতে মাথার খুলি ও দুটি হাড় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা পুলিশকে জানান। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মাথার খুলি ও হাড়গুলো উদ্ধার করে। এসময় একটি টি-শার্টসহ তিনটি আলামত জব্দ করা হয়।