চট্টগ্রামের বাঁশখালীতে জমি-জমা বিরোধের জেরে মোঃ সাবের হোসাইন (৪৬)’কে নির্মম ও নৃশংসভাবে কুপিয়ে দুই পা বিচ্ছিন্ন করে হত্যাকান্ডের মূল ও প্রধান আসামী দেলোয়ার (৪৫)’কে আটক করেছে র্যাব-৭
বিগত ১৮ মার্চ জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ সাবের হোসাইন (৪৬)’কে তার আপন চাচাতো ভাই দেলোয়ার হোসেন (৪৫) নির্মমভাবে কুপিয়ে দুই পা প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় স্থানীয় লোকজন ভিকটিমকে এম্বুলেন্সে করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান এবং সেখানকার কর্তব্যরত ডাক্তার অপারগতা প্রকাশ করলে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম গত ১৯ মার্চ মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে সাবেরের স্ত্রী বাদী আমেনা খাতুন বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৬, তারিখ ১৯ মার্চ ধারা-৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড।
পরবর্তীতে ভিকটিম মৃত্যু বরণ করলে সংযোজিত ধারা-৩০২ পেনাল কোড মামলাটি রুজু হয়। মামলা দায়েরের পর থেকেই র্যাব-৭ উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট আসামীদের গ্রেফতারের লক্ষে ছায়া তদন্ত শুরু করে। কিন্তু প্রধান আসামি বারংবার অবস্থান পরিবর্তন করতে থাকে। এক পর্যায়ে র্যাব-৭, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, হত্যাকান্ডে মূল আসামি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন রোয়াজার হাট বাজার এলাকায় অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে ১ জুন ১২ টায় ঘটিকায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে মূল আসামী দেলোয়ার হোসেন (৪৫), পিতা-মৃত মোজাহের আহম্মদ, সাং-খন্দকার পাড়া, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মোঃ সাবের হোসাইন হত্যাকান্ডের সাথে জড়িত ও এজাহারনামীয় প্রধান আসামী বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।