
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ফকিরহাট এলাকা হতে সিএনজি চালক সেজে চার অপহরণকারীকে আটকসহ অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ।
বুধবার ভোর ৬ টায় তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ শাহীন উদ্দিন (২১), পিতা- মোঃ নুর আলম । মোঃ রুবেল (২০), পিতা- মৃত মোঃ সুরুজ, কামরুল হাসান (২১), পিতা- মৃত মোহাম্মদ আলী, মোঃ আকাশ হোসেন (১৮), পিতা-ফিরোজ মিয়া ।
পুলিশ জানায়, শাহাবুদ্দিন ও শাহিন উদ্দিন তার দলবল নিয়ে গতকাল ২১ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় আগ্রাবাদস্থ জাম্বুরী পার্কের ১নং গেইটের সামনে রাস্তার মোহাম্মদ ফখরুলকে এলোপাতাড়ি কিল, ঘুষি মেরে টানা হেছড়া করে সিএনজিতে উঠিয়ে বন্দর থানাধীন ফকির হাট কাঁচা বাজার সংলগ্ন একটি বিল্ডিং এর ৪র্থ তলায় নিয়ে আটক করে রাখে। উক্ত রুমে ফখরুলকে লোহার রড দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং বিশ হাজার টাকা চাঁদা দাবী করে। আসামীরা ফখরুলের মোবাইল নম্বর থেকে ফখরুলের স্ত্রীর নম্বরে ফোন করে তাদের দাবীকৃত ২০,০০০ টাকা চাঁদা না দিলে ফখরুলকে মেরে ফেলার হুমকি দেয় এবং এলোপাতাড়ি মারধর করতে থাকে। ফখরুলের স্ত্রী ৩,০০০ টাকা বিকাশের মাধ্যমে আসামীদেরকে দেয়। পরবর্তীতে আসামীরা ফখরুলের স্ত্রী থেকে আরো ৫,০০০ টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করলে ফখরুলের স্ত্রী উক্ত ঘটনার বিষয়টি ডবলমুরিং থানার অফিসার ইনচার্জকে জানালে অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে বাদীর স্ত্রীকে সাথে নিয়ে ডবলমুরিং মডেল থানার এস আই আহ্লাদ ইবনে জামিল সিএনজি চালক সেজে তার অফিসারফোর্স এর সহয়তায় অভিযান চালিয়ে ফকিরহাট থেকে মোঃ শাহীন প্রঃ মুন্না (২২)কে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করে এবং বাদীকে উদ্ধার করে।