সিরআরবি হল চট্রগ্রাম শহরের ফুসফুস।
শত শত সংঠন আজ শুক্রবার জুমার নামাজের পর জড় হতে থাকে সিআরবি প্রাঙ্গণে এ ফুসফুসকে বাচাতেই এই আয়োজন।
এখানে রয়েছে শতবর্ষি শিরিস গাছ যে গাছ গুলোর কারণে এ স্থানের তাপমাত্রা শহরের অনান্য জায়গার তুলনায় পাঁচ হতে ছয় ডিগ্রি কম থাকে বলে বিশেষজ্ঞরা মতামত দেন।
অবস্থান কর্মসূচির সময় শুরু হয় ঝুম বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করেরই অবস্থান কর্মসূচিতে ভিজে ভিজে অবস্থান নেয় শতাধিক পরিবেশ বাদি সংগঠন, সামাজিক সংগঠন, আবার অনেক সিআরবিকে রক্ষা করতে নবগঠিত সংঘঠনের ব্যানারে প্রতিবাদ জানায়।
আন্দোলন ও কর্মসূচিতে অংশ নেন অধ্যাপক ডক্টর ইমরান বিন ইউনুস তিনি সিআরবির সৃতিচারণ করতে গিয়ে বলেন। আমরা এখানে কাঠ বিড়ালির দৌড়াদৌড়ি দেখতে আসতাম, প্রাকৃতিক সৌন্দর্য এবং শতবর্ষি গাছ চট্টগ্রামের অাকর্ষণ তাও যদি ব্যবসাখাতে বিলিন হয়ে যায় তাহলে আর কিছু রইবে না। এখানে যে হাসপাতাল আছে তাকে বহুতল ভবনের রুপ দিয়েওতো ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি করা সম্ভব।
লাইয়ন নবাব হোসেন মুন্না জার্নাল টোয়েন্টিফোরকে তার বক্তব্যে স্পষ্ট বলেন যে কোন মূল্যে বিনিময়ে হলেও এখানে হাসপাতাল করতে দেওয়া হবে না আর যদি করতেই হয় আমার লাশের উপর দিয়ে করতে হবে। বেসরকারী হাসপাতালে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চিকিৎসা দেওয়া হয় এ ব্যায় সাধারণ মানুষ বহন করতে অক্ষম তাই এক শ্রেণীর মানুষ ছাড়া এখানে সবাই সেবা পাবে না।
শিশু যুবক বৃদ্ধ নারী পুরুষ চট্টগ্রাম বাসীর ফুসফুসে যেন অজানা রোগের আবির্ভাব গঠছে তা না হলে কেন সিআরবি কেই হাসপাতালে জন্য বাছাই করা হল। সরকারের আরো অনেক খাস জমি আছে তাতে কেন নয়? এ প্রশ্নটি ছিল প্রায় বেশ কটি সংঘঠনের।