পিবিআই চট্টগ্রাম জেলার একটি বিশেষ টিম গত ১৭ জুলাই সীতাকুন্ড থানার আলোচিত “ট্রাক ভর্তি রড চুরি” মামলার আসামী মোঃ বেলাল হোসেন (৪০), ও আরিফুর রহমান কামাল (২৪)কে গ্রেফতার করেছে । পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক চোরাইকৃত মালামাল হতে ৩.৫ (সাড়ে তিন টন) লোহার রড উদ্ধার করা হয়।
জানা যায়, সীতাকুন্ড থানাধীন শীতলপুর চৌধুরী ঘাট আবুল খায়ের ষ্টিল মেল্টিং লিঃ হতে নয় লক্ষ পঁচাত্তর হাজার টাকার ১৩ টন লোহার রড বরিশাল জেলার হাটখোলা থানাধীন ন্যাশনাল ট্রেডার্স নামক দোকানে পৌঁছে দেওয়ার লক্ষে রওয়ানা হয়ে পথিমধ্যে ট্রাকের চালক ও হেলপার মিলে লোহার রডগুলো বিক্রি করে দিয়ে পালিয়ে যায় এবং মোবাইল বন্ধ রাখে । পরে পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান অভিযান চালিয়ে চালক বেলাল হোসেন ও হেলপার আরিফুর রহমান কামালকে গ্রেফতার করে। মামলাটির তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলে পিবিআই সূত্রে জানা গেছে।