
নোয়াখালী উপজেলার হাতিয়ার নিমতলী পর্যটন কেন্দ্রে তিন তরুণীর স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের চেষ্টা ও ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ মার্চ) রাতে এ ঘটনায় ভুক্তভোগী নাছিমা আক্তার রুপা (২৮) বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
গত বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নিমতলী পর্যটন এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মিন্টু (২৮) উপজেলার নিমতলী এলাকার বেলাল মাঝির ছেলে।
ভুক্তভোগী নাছিমা আক্তার রুপা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার দুপুরে তারা তিন বোন হাতিয়া উপজেলার ওছখালী থেকে নিমতলী পর্যটন এলাকায় ঘুরতে যান। নিমতলী সৈকত ঘুরে দেখার সময় অপরিচিত চার যুবক তাদের উক্ত্যক্ত করতে শুরু করে। একপর্যায়ে তাদের ধর্ষণের চেষ্টা করে পরনের শাড়ি, ব্লাউজ ছিঁড়ে ফেলে। ওই সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়। পরে স্থানীয় লোকজনের সামনে বখাটেরা প্রকাশ্যে আমাদের গলার, কানের স্বর্ণের চেইন, কানের ফুল, ব্যাগে থাকা ২১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুর রহমান জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে। আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Discussion about this post