
আগামী ১১ আগষ্ট থেকে কঠোর স্বাস্থবিধি মেনে চালু হচ্ছে ৩৮ জোড়া ট্রেন। ৫০% আসন ফাঁকা রেখে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মোট ৩৮ জোড়া আন্তঃনগর এবং ১৯ জোড়া মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বৃহস্পতিবার ( ৫ আগষ্ট ) রেলওয়ে তাদের ফেইসবুক পেইজের এক স্টাটাসে এই তথ্য জানায়।
রেলওয়ের তাদের পাবলিশ করা স্টাটাসে উল্লেখ্য করেছে যে, আগামী ১১ আগষ্ট থেকে সীমিত আকারে স্বাস্থবিধি মেনে ৫০% আসন ফাঁকা রেখে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মোট ৩৮ জোড়া আন্তঃনগর এবং ১৯ জোড়া মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু করবে। স্টাটাসে আরো উল্লেখ্য করা হয়েছে যে, টিকিট বিক্রয়ের তারিখ পরবর্তিতে জানিয়ে দেয়া হবে। কোন প্রকার ভাড়া বৃদ্ধি করা হবে না। প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রয় করা হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার হতে ক্রয় করতে হবে। কাউন্টার বন্ধ থাকবে। আসনবিহীন টিকিট বিক্রয় বন্ধ থাকবে। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যতীত কোন যাত্রীতে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেয়া হবে না। উল্লেখ্যযে, দেশে করোনার সংক্রমণ অধিহারে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সরকার তার সংক্রমন প্রতিরোধে ঈদুল আজহার পর ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পরবর্তীতে বিধিনিষেধ বাড়িয়ে তা ১০ আগস্ট পর্যন্ত করা হয়।