
পুলিশের জালে আটকা পড়লো ১৮০ বোতল ফেন্সিডিল ও সাড়ে ৩ কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ী।
কোতোয়ালী থানা অফিসার ও ফোর্স থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান করাকালে কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা নজির আহমদ চৌধুরী সড়ক বন বিভাগ অফিসের সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ মে রাত আনুমানিক ১২ টার সময় ৩৫ বোতল ফেন্সিডিল সহ মোঃ শহিদুল ইসলাম (৪২) ও বাবলু মজুমদার (৪৬) কে আটক করেন।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায় , তারা ফেন্সিডিল গুলো আব্দুল কাদের (৪৫) এর কাছ থেকে ক্রয় করে এনেছে। আটককৃতদের দেওয়া তথ্য মতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ১৬ মে রাত ২ টায় পাঁচলাইশ থানাধীন শুলক-বহর আব্দুল হামিদ বাই লেইনে অভিযান পরিচালনা করে ১৪৫ বোতল ফেন্সিডিল ও সাড়ে তিন কেজি গাঁজা সহ আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ০১টি নিয়মিত মামলা রুজু হয়।