গ্রেফতাররা হলেন, মো. রমজান আলী (২১) ও মো. রমজান আলী (৩৯)। তারা একজন কাভার্ড ভ্যান চালক এবং অপরজন হেলপার।
এই বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) পংকজ দত্ত বলেন, ফ্লাইওভারের নিচে ট্রাফিক পুলিশ বক্সের সামনে সন্দেহজনকভাবে ঘুরছিল ওই চালক ও হেলপার। পরে তাদের সঙ্গে থাকা একটি শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ২১,৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, দুই রমজানের একজন চালক ও অপরজন হেলপার। তারা শাহজাহান নামে এক ব্যক্তির বাহক হিসেবে এই ইয়াবা নিয়ে ঠাকুরগাঁও যাচ্ছিলেন। চট্টগ্রামের কথিত এক ‘দুলাভাই’র কাছ থেকে তারা এসব ইয়াবা সংগ্রহ করে।