কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন পূর্ব উজানটিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১,১৬,৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭
র্যাব-৭ জানায় কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন পূর্ব উজানটিয়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। ০৯ আগস্ট রাত ১০ টা ২০ মিনিটে অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করে। আসামীরা হলেন রমিজ উদ্দিন (৩৪), এবং ওয়াইজ উদ্দিন (২৪) কে আটক করে।
আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানোমতে বসত ঘরের ভিতর খাটের নিচে প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১,১৬,৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লক্ষ টাকা
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।