পাহাড়তলীতে ৪ কেজি গাঁজা সহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)
২৮ মে দুপুর অনুমান ২ টার সময় পাহাড়তলী রেল স্টেশনের প্লাটফর্মে সন্দেহজনক ঘুরাফিরার সময় ৪ কেজি গাঁজা সহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) হাবিলদার কৃষ্ণপদ চক্রবর্তী ও সঙ্গীয় র্ফোস।
আটককৃত আসামী ১। মোহামদ রহমত উল্লাহ (২৫), পিতা- আবদুস সত্তার, সুপারী পাড়া ১নং গলি, দেওয়ানহাট, ডবলমুরিং (সিএমপি) চট্টগ্রাম ২। মোহাম্মদ আলাউদ্দীন, পিতা- জালাল আহাম্মদ, স্টেশন কলোনী, কোতোয়ালী, সিএমপি, চট্টগ্রাম বলিয়া জানায়। আটককৃত ব্যক্তিগন কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করিয়া চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সরবরাহ করে বলিয়া জানা যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪০ (চল্লিশ) হাজার টাকা।
আটককৃত মাদক পাচারকারীদ্বয়কে উদ্ধারকৃত ৪ কেজি গাঁজা সহ আরএনবি হাবিলদার কৃষ্ণপদ চক্রবর্তী বাদী হয়ে লিখিত এজাহারের মাধ্যমে চট্টগ্রাম জিআরপি থানায় সোপর্দ করা হয়েছে।
প্রতিনিয়ত মাদক সরবরাহ কাজে জড়িত এবং তাদের সিন্ডিকেট হোতাদের সনাক্তকরণের চেষ্টা চলছে বলিয়া চীফ ইন্সপেক্টর মোহাম্মদ সালামত উল্লাহ জানান।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এসিস্ট্যান্ড কমান্ড্যান্ট সত্যজিৎ দাশ জানান আরএনবি সদস্যরা রেলওয়ে সম্পদ রক্ষার পাশাপাশি রেলওয়ে মাদক চোরাচালান প্রতিরোধেও প্রস্তুত।