আসিকুল ইসলাম ফুয়াদ। বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামে। বাবা মো: আমিনুল ইসলাম।
তাড়াইল উপজেলা সদরের উত্তরা এলাকার দারুল কুরআন মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ফুয়াদ। এই বিভাগ থেকেই সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে।
মঙ্গলবার ভোর ৫টা ৪৬ মিনিটে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর কাছে আনুষ্ঠানিকভাবে শেষ সবক শুনিয়ে হাফেজ হলো ফুয়াদ।
ফুয়াদ স্থানীয় ও জাতীয় পর্যায়ে কুরআন প্রতিযোগিতার বিভিন্ন আসরে অংশ নিয়ে বাবা-মা ও প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করেছে।
এর আগে দারুল কুরআন মাদরাসার হিফজ বিভাগের ছাত্র আনোয়ার মাহমুদ বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার ‘ক্ষুদে হাফেজ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা’য় কিশোরগঞ্জ জেলায় প্রথম স্থান অধিকার করে।