
‘যুব নেতৃত্বের প্রসার,সবুজ বিশ্বের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে চলছে ৫ দিনব্যাপী ৭ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প।
মঙ্গলবার (২৮ ফেব্রুযারি) বিশেষ আয়োজনে স্বাগত সন্ধ্যার মাধ্যমে শুরু হয়েছে ৫ দিনব্যাপী এ অনুষ্ঠান। বুধবার (১ মার্চ) চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।
শুক্রবার (৩ মার্চ) সমাপনী অনুষ্ঠানে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর আয়োজনে ৭ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্পে চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলা, সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশের ৬৮টি ইউনিট থেকে ১ হাজার ৮০০ জন যুব স্বেচ্ছাসেবক এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, অধ্যাপক অংশগ্রহণ করবেন। যুব সদস্যদের ৪ দিনব্যাপী হাতে কলমে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে । যা পরবর্তীতে স্ব স্ব ইউনিটে বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করবে।
রেড ক্রিসেন্ট জানায়, ৫ দিনব্যাপী যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প-২০২৩ এর তৃতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ এম.এ.লতিফ এমপি।
৫ দিন ব্যাপী এই ক্যাম্পে যুব সদস্যরা ৮টি সাব ক্যাম্পে অবস্থান করবে। সাব ক্যাম্পগুলো হলো, বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ শহীদ ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।