
নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডে শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ
জকির হোসেন রোডস্থ তার তার নিজের ভাত ঘরের পিছনে ১৫ অক্টোবর দুপুর ৩টার সময় আসামি নজির আহম্মদ স্টাফ রুমে ৮ বছরের ওই শিশুকে কিছু কিনে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করে।
পরবর্তীতে এঘটনা এলাকাতে জানাজানি হলে ধর্ষক নজির আহম্মদ তার নিজ বাড়ী কুমিল্লায় পালিয়ে যায়।
খুলশী থানা নিবাসী ভিকটিম এর মাতা সাইমুন আকতার (২৮)
বাদি হয়ে গত ১৯ অক্টোবর ধর্ষক নজীর আহম্মদ (৫২) এর বিরুদ্ধে খুলশী থানায় ১টি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং-১৮ -১৯/১০/২০২২ইং
সূত্র জানায় মামলা দায়ের এর খবর পেয়ে আসামি নজির আহম্মদ (৫২) ঝাউতলা ডিজেল কলোনী তার ভাড়া বাসা থেকে পালিয়ে নিজ বাড়ী কুমিল্লায় অবস্থান করে।
Discussion about this post