
শুলক বহর হারিজ শাহ মাজারের পাশের নালা যেন মৃত্যু ফাঁদ, জলাবদ্ধতায় নালায় পড়ে হতাহত পথচারীরা নগরীর শুলকবহর হারিজ শাহ মাজারের দক্ষিণে স্কুলের পাশের নালাটি দিন দিন পথচারীদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। একটু জলাবদ্ধতা সৃষ্টি হলেই ঘটছে দুর্ঘটনা। নালায় পরে আহত হচ্ছেন পথচারীরা। জানা যায় গত রোববার রাত ১১ টায় সংবাদকর্মী আমির হোসেন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় নালায় পড়ে তিনটি নখ উপড়ে যায় এবং পায়ে আঘাত পায়। বৃষ্টি পড়ার কারনে জলবদ্ধতা সৃষ্টি হওয়ায় নালাটি চোখে পড়েনি আমির হোসেনের। পরে তাকে আশেপাশের পথচারীরা নালা থেকে তুলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যায়। স্থানীয়রা বলছেন এই জায়গায় আরো অনেকে আহত হয়েছেন। এখানে যদি কোন কিছু দিয়ে সংকেত দিয়ে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনা ঘটতে থাকবে। এ ব্যাপারে সংবাদকর্মী আহত আমির হোসেন বলেন, আমি আমার প্রতিষ্ঠানের কাজ শেষে যখন বাসায় ফিরছিলাম সেই মুহূর্তে বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়ার কারণে আমাদের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে নালাটি চোখে না পড়ায় আমি পড়ে যাই। পরে স্থানীয় কয়েকজন আমাকে তুলে আমার বাসায় পৌঁছে দেয় । আমার পায়ের আঙ্গুলের তিনটি নখ উঠে গেছে প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল । যন্ত্রণায় থাকতে না পেরে আমি পরের দিন মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে আবার বাড়ি ফিরি, ব্যথা এখনো রয়ে গেছে। এ ব্যাপারে শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলমকে বারবার ফোন করেও পাওয়া যায়নি।