
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজারস্থ মিয়া খান রোড কাশেম ভিলার সামনে পাকা রাস্তা থেকে মোঃ হাবীব ও মোঃ আব্দুল আমিন নামে দুই মাদক ব্যবসায়ীকে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
১২ মার্চ (রবিবার) রাত ১১ টায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা কক্সবাজার থেকে কম দামে ইয়াবা কিনে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে জানায় মহানগর গোয়েন্দা পুলিশ। ঘটনা সংক্রান্তে সিএমপি’র বাকলিয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।