
চান্দগাঁও মৌলভী পুকুরপাড়ের সানোয়ার আবাসিকের মক্কা গ্যারেজ হতে জুয়ার সরঞ্জামসহ ১৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
১৫ মার্চ (বুধবার) রাত ৯ টায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ জসীমউদ্দীন (২৮), মোঃ হুমায়ুন (৩৬), মোঃ আবুল কালাম (৩২), মোহাম্মদ নাসির (৩২), মোঃ বাদশা (২৮), মোঃ জামাল (৪৮), মোঃ কামাল হোসেন (৩০), মোঃ শওকত আলী (২৯), মোহাম্মদ জাহিদ (২৪), মোঃ বাদশা (৪৪), মোঃ নবীর উদ্দিন (৪৩), মোঃ ইসমাইল (৪৮), মোঃ বখতিয়ার (৪৫) ও মোঃ ফজলুর রহমান (৫০)।
তাদেরকে প্রকাশ্য স্থানে জুয়া খেলার অপরাধে ২ টি জুয়া খেলা তাসের বান্ডল এবং নগদ ১৩,০৮০ টাকাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।