
আজ ফটিকছড়ির হাইদচকিয়া জোড়পুকুর শ্বশ্মান ভাবনা কেন্দ্রে মহাসতিপট্ঠান সুত্তপাঠ, সংঘদান ও অষ্টপরিস্কার দান অনুষ্টিত হয়।।
উদ্ধোধক ঃ ভদন্ত শ্রদ্ধাবংশ থেরো,
অধ্যক্ষ হাইদচকিয়া জোড়পুকুর শ্বশ্মান কেন্দ্র।
সভাপতি উপসংঘরাজ প্রিয়দর্শী মহাথেরো
অধ্যক্ষ, আধার মানিক নিগ্রোধারাম বিহার।
প্রধান অতিথি বাবু সম্পদ বড়ুয়া,
সচিব, রাষ্ট্রপতি একান্ত সচিব, ঢাকা,
প্রধান ধর্মদেশক ভদন্ত ডঃ জ্ঞানরত্ন মহাথেরো,
অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
প্রধান জ্ঞাতি ভদন্ত মহিপাল থেরো,
প্রতিনিধি, থাইল্যান্ড ধাম্মা ফাউন্ডেশন,,
মুখ্য আলোচক ভদন্ত বিজয়ানন্দ থেরো,
মহাসচিব উত্তর ফটিকছড়ি ভূজপুর আন্চলিক ভিক্ষু সমিতি।
সংবর্ধিত অতিথি,,
বাবু অন্জন বড়ুয়া
সভাপতি হাইদচকিয়া গৌতমাশ্রম বিহার।
বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব, হাইদচকিয়া,
প্রকৌশলী প্রবেশ বড়ুয়া রাশু,
বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব,হাইদচকিয়া।
প্রকৌশলী রানা বড়ুয়া,
হাইদ চকিয়া শান্তিধাম বিহার
সন্চালনায় ঃ রনবীর বড়ুয়া লিংকন,
সহযোগিতায়,,
বাবু সন্জীব বড়ুয়া তিনু
সভাপতি হাইদচকিয়া জোড়পুকুর শ্বশ্মান ভাবনা কেন্দ্র।
শিক্ষক প্রদীপ বড়ুয়া
বাবু রুপক বড়ুয়া
বাবু কেন্টু বড়ুয়া,
বাবু পংকজ বড়ুয়া,
খুবই চমৎকার আয়োজনে শত শত মানুষের উপস্হিতি তে একটি মহান পুণ্যানুষ্টান সুসম্পাদিত হয়।।