
সাংবাদিক যে ভদ্র আমি
কিন্তু করি চুরি,
দুর্নীতির সব নথিপত্র
দুর্নীতিবাজ ধরি।
মাঝে মধ্যে ধরাও খাই
কিল ঘুসি খাই জোরে,
টেলিফোনে হুমকিও খাই
মেরে ফেলবো তোরে।
হামলাও খাই মামলাও খাই
হাতকড়াও পড়ি,
মুচলেকা নেয় টুটি চেপে,
লজ্জাতে হায় মরি।
ডানে বামে দুর্নীতিরা
করছে কিলিবিলি
দুর্নীতিবাজ ঠেকানোর আজ
নেইতো কোন খিলি।
গণমাধ্যম কর্মী জেলে
সাগর-রুনী মরা,
গণমাধ্যম জিম্মি সদা
চলছে দুর্দিন কড়া।
Discussion about this post