
কার ভাড়া করে মোটর সাইকেল চুরির অভিনব পদ্ধতি আবিষ্কার করেও বন্দর নগরীর পুলিশের হাতে আটক মোটরসাইকেল চোর
মোটর সাইকেল বিক্রির জন্য ভুক্তভোগী(২১মে) তার ফেসবুক একাউন্ট হতে “CTG BIKE sell BAZAR & DISCUSS ” নামক গ্রুপে উক্ত মোটর সাইকেল এর বিস্তারিত ও ব্যক্তিগত মোবাইল নম্বর সহ একটি Apache RTR 4v Abs মোটর সাইকেল বিক্রির উদ্দেশ্যে ১টি পোষ্ট দেন। পোস্ট করার একদিন পর (২৩ মে) বিকাল অনুমান ৫ টা ৩০ মিনিটে মোস্তাফিজুর রহমান(২৪) নামক চোর ব্যক্তিটি ০১৮৩৯০৫২৮৭১ নাম্বার হতে ফোন করে উক্ত মোটরসাইকেল ক্রয় করার জন্য ভুক্তভোগী সাথে যোগাযোগ করে। একই দিন আনুমানিক সন্ধ্যা ৬ টায় একটি প্রাইভটে কার নিয়ে ভুক্তভোগীর বর্তমান ঠিকানা দক্ষিণ হালিশহর বন্দরটিলা নেভী হাসপাতাল গেইট সংলগ্ন দক্ষিণ হালিশহর হাই স্কুলের বিপরীত পাশে ইপিজেড থানাধীন কেএমএল বিল্ডিং এর নীচে পার্কিং করে আসলে ভুক্তভোগী তার মোটরসাইকেলটি ক্রেতা ছদ্মবেশি চোরকে দেখান এবং ট্রাইয়াল দিয়ে দেখার জন্য বলে।
ট্রাইল দিয়ে গিয়ে চোর বিলম্ব করলে কারের নিকট গিয়ে ড্রাইভারকে ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলে ড্রাইভার কারটি ঐ চোর ব্যক্তি ভাড়ায় নিয়েছে বলে উল্লেখ করেন। ভুক্তভুগী তৎক্ষনাৎ নিরুপায় হয়ে ইপিজেড থানায় এজাহার দায়ের করলে ইপিজেড থানার অফিসার ইনচার্জ উৎপল বড়ুয়া মামলা আমলে নেন।
মামলাটি আমলে নেওয়ার পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (বন্দর) এসএম মেহেদী হাসান, বিপিএম (বার), পিপিএম (বার) সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার অলক বিশ্বাস ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার তারেক আজিজ এর তত্বাবধানে অফিসার ইনচার্জ উৎপল বড়ুয়ার নের্তৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় চট্টগ্রাম মহানগর সহ চট্টগ্রাম জেলার আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে। সিসিটিভর ফুটেজের সূত্র অনুসরণ করে ও পর্যালোচনা করে ২২(জুন) ভোর রাতে বোস্তামী থানাধীন অক্সিজেন সংলগ্ন এলাকা হতে চোরাই যাওয়া Apache RTR 4v Abs মোটরসাইকেলটি সহ মোটর সাইকেল চোর মোস্তাফিজুর রহমান(২৪) কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।