
দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
সিএমপি চকবাজার থানা এলাকার স্থায়ী বাসিন্দা আসামী মোঃ আলতাফ হোসেন (৪০), পিতা-মৃত হাজী নুরুল ইসলাম, সাং-ঘাসিয়াপাড়া, থানা-চকবাজার, জেলা-চট্টগ্রাম এর বিরুদ্ধে প্রাপ্য টাকা না পেয়ে ভুক্তভোগীরা তাহার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর উক্ত আসামী তাহার পৈত্রিক সম্পত্তি বিক্রি করে অজ্ঞাতস্থানে আত্মগোপনে চলে যায়। আসামী গ্রেফতার এড়াতে ঘনঘন তাহার অবস্থান পরিবর্তন করতো। মোঃ আলতাফ হোসেনের বিরুদ্ধে চকবাজার থানায় সর্বমোট ৮টি সিআর সাজা পরোয়ানা ছাড়াও চান্দগাঁও ও পাহাড়তলী থানায় সাজা পরোয়ানা মুলতবী আছে বলে জানা যায়। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী আলতাফ হোসেনের অবস্থান নির্ণয় করে (২ জুন) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ আলতাফ হোসেন (৪০), পিতা-মৃত হাজী নুরুল ইসলাম, সাং-ঘাসিয়াপাড়া, থানা-চকবাজার, জেলা-চট্টগ্রাম।