
জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রা’র কার্যনির্বাহী কমিটির ২০২২-২৪ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন বায়রা সম্মিলিত ঐক্য পরিষদ প্যানেলের প্রধান মোহাম্মদ আবুল বাসার এবং মহাসচিব হয়েছেন শামীম চৌধুরী। এর আগে ৪ সেপ্টেম্বর বায়রার নির্বাচনে ২৭টির মধ্যে ২৩টি আসনে বিজয়ী হয়েছে বায়রা সম্মিলিত ঐক্য পরিষদ। এরই প্রেক্ষিতে তাদের নাম প্রস্তাব করা হয়েছিল। আগামী ২০২২-২০২৪ মেয়াদে এ কমিটি দায়িত্ব পালন করবেন।
এই নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হয়েছেন সিনিয়র সহ সভাপতি রিয়াজ-উল-ইসলাম, সহ সভাপতি নোমান চৌধুরী, মোহাম্মদ আবু জাফর, মো: আবুল বারাকাত ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম, আকবর হোসেন মঞ্জু, মোঃ টিপু সুলতান, অর্থ সচিব আবুল বাসার মিজানুর রহমান, ক্রীড়া, বিনোদন ও সাংস্কৃতিক সচিব রেহানা পারভীন, জনসংযোগ সচিব মোঃ ফরিদ আহমেদ, সদস্য কল্যাণ সচিব মোহাম্মদ আশরাফ ।
নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন শাহাদাত হোসেন, আলী হায়দার চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুসা কলিম, মোস্তফা মাহমুদ, আরিফুর রহমান, মোঃ বেলাল হোসেন মজুমদার, মোহাম্মদ অলি উল্যাহ, মোঃ রফিকুল ইসলাম পাটোয়ারী, হক জহিরুল (জুও),
মো. কামাল উদ্দিন (দিলু), কাজী মোহাম্মদ মফিজুর রহমান, মোহাম্মদ আবুল বাসার, মো. রুহুল আমিন (স্বপন) ও এম.এ. সোবহান ভূঁইয়া (হাসান)।
বায়রা নির্বাচন-২০২২ পরিচালনা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল, সদস্য বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল কালাম আজাদ ও তানিয়া ইসলাম।
Discussion about this post