
নগরের দামপাড়ার দেশ ডেইরি প্রোডাক্ট লিমিটেডকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মান সনদ ছাড়া ঘি ও ফার্মেন্টেড মিল্ক (টক ও মিষ্টি) উৎপাদন ও বিক্রি করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিসের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।
একই অভিযানে দি হান্ডি রেস্টুরেন্টকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিসের পক্ষে ফিল্ড অফিসার ( সিএম) জারিন তাসনিম ও পরিদর্শক (মেট) প্রকৌশলী মো. জিল্লুর রহমান অংশ নেন।