
নগরের কোতোয়ালি থানাধীন জামাল খান এলাকায় একটি পুরনো ভবন ভাঙার সময় দেয়াল ধসে গুরুতর আহত রওনক চক্রবর্তীর (৬০) মৃত্যু হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশিক বলেন, জামালখানে দেয়াল ধসে আহত রওনক চক্রবর্তীকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
এর আগে জসিম উদ্দীন নামে অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।