
বাঁশখালীতে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিবাগত সাড়ে তিনটার দিকে চাম্বল ইউনিয়নের বাংলাবাজার জলদাস পাড়ায় অগ্নিকাণ্ডে ৬০টি বসতঘর পুড়ে গেছে।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় বাঁশখালী ও পেকুয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।