
চট্টগ্রামে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। নগরের খুলশী থানার টাইগারপাস এলাকার একটি কাঁচা ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তাঁর নাম-পরিচয় প্রাথমিকভাবে পুলিশ জানাতে পারেনি।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাইগারপাস রেলওয়ের কলোনির ১১নম্বর বিল্ডিংয়ের সামনে তালাবদ্ধ একটি টিন শেড ঘর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, তালাবদ্ধ ওই কক্ষের ভেতর থেকে আজ সকালে পচা দুর্গন্ধ পাচ্ছিল আশপাশের লোকজন। পরিস্থিতি সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
ঘরের মালিক সেনোয়ারা বেগম বলেন, তিন ভাড়াটে ঢাকা থেকে এসেছেন বলে তাঁকে জানিয়েছিলেন। তাঁরা নিজেদের পেশায় দিনমজুর বলে দাবি করেছিলেন।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) শহীদুর রহমান বলেন, আজ সকালে তালাবদ্ধ একটি কক্ষ থেকে আমরা ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করছি। তার মুখ, হাত, পা লুঙ্গি এবং গামছা দিয়ে বাধা ছিল।
মরদেহ ফুলে গেছে ঘরের ভেতরে আমরা রক্তের চিহ্ন পেয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।