
চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন চর ফরিদ এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৪৪ লক্ষ টাকা মূল্যের ৪৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭
র্যাব-৭ এর সহকারী পরিচালক মো.নুরুল আবছার জার্নাল টুয়েন্টি_ফোরকে বলেন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাক যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ২৫ (জুন) রাত ২ টার সময় র্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন চর ফরিদ এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক হযরত তৈয়বশাহ সিএনজি লিমিটেডের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে ট্রাকটি র্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে চালকসহ দুইজন ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদে নিজের দখলে থাকা ট্রাকের এয়ার সিলিন্ডারে মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন- কর্ণফুলী থানার ঈদগাঁও কাচা বাজার এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে ট্রাকচালক মো.ফরহাদুর রহমান শাওন (৩১) ও একই এলাকার মৃত জমিরের ছেলে মো.তৌফিক (২১)।
ট্রাক (চট্ট মেট্টো-ট-১১-৫০৭৪) জব্দ করা হয়।
তিনি আরও জানান, দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছে।
উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ৪৪ লাখ টাকা এবং জব্দ করা ট্রাকের অনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। তাদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।