
তুমি সাহসী,
বুক পেতে দিয়েছো তবু আকসা ছাড়োনি।
তুমি লুণ্ঠিত হতে দাওনি ইসলামের মান,
সাহসী বদনে তীক্ষ্ণ দৃষ্টিতে বিলেয়েছো প্রাণ।
তুমি বলছিলে যেন –
সিনা টান করে দাড়িয়ে যাবো,
তবু আকসায় কালো থাবা পড়তে দিবো নাকো।
বুক ঝাঝড়া করে দাও তবু আকসাতেই ইবাদত করে যাবো।
তুমি জেনেছিলে যেন –
আকসার অবমাননা,আল্লাহ তার রাসূল ও ইসলামের লাঞ্ছনা।
তুমি বুঝেছিলে যেন –
আকসা আমাদের আক্বীদা,
আকসাকে ভালবাসা ঈমান
আকসা মুসলমানের সম্মান।
পরাজিত চোখে বলছিলে –
বিজয়ের পতাকা নিয়ে এ ভূমিতে
সালাহউদ্দীন,জালালুদ্দীন,বাইবার্সরা একদিন আসবেই আসবে।