
দক্ষিণ পাহাড়তলীর পশ্চিম ঝর্ণাপাড়ায় আজ বিকাল ৪ টায় একটি বাড়ির তয় তলার বাহিরের অংশের ডিজাইন করা টাইলস ভেঙ্গে রাস্তায় পড়ে যায় । এতে কেউ হতাহত হয়নি ।
জানা যায়, ঝর্ণাপাড়ার কাদেরিয়া ভিলা নামক একটি বাড়ির তয় তলার বাহিরের অংশে দেওয়ালে লাগানো ডিজাইন করা আনুমানিক দুই থেকে আড়াইশ কেজি ওজনের টাইলস ভেঙ্গে রাস্তায় পড়ে যায় বিকাল ৪টা নাগাদ । এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক পথচারী যাতায়াত করে । ছোট ছোট শিশুরাও প্রতিনিয়ত দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে। টাইলস ভেঙ্গে পড়ার সময় নিচে এই ধরনের কোন পথচারী বা শিশু ছিল না। যার কারণে কেউ হতাহত হয়নি।
স্থানীয় যুবক রাশেদ সিদ্দীকি ইমন বলেন, বাড়ি নির্মাণের অব্যবস্থাপনার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে । আল্লাহর রহমতে ওই সময়ে ওই জায়গায় কেউ ছিল না। কিন্তু ১ মিনিট এদিক ওদিক হলে অনেকেই হতাহত হতে পারতো। রাস্তার পাশে বাড়ি নির্মাণে এই বিষয়ে সকলের সচেতন হওয়া উচিত।