
বুধবার (১ মার্চ) দুপুর ১২টায় পটুয়াখালীর কুয়াকাটায় তিন প্রজাতির ৫টি সাপ উদ্ধার করে সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবনে অবমুক্ত করেছেন অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।
অবমুক্ত করা সাপগুলোর মধ্যে বিষধর পদ্ম গোখরা ২টি, নির্বিষ দাঁড়াশ ২টি, মৃদু বিষধর কালনাগিনী ছিল ১টি। প্রতিটি সাপই ৬ ফুট লম্বা।
মঙ্গলবার দুপুরে এসব সাপ পটুয়াখালী আইনজীবী সমিতির সামনে থেকে আলমগীর নামে এক পেশাদার সাপুড়ের কাছ থেকে উদ্ধার করেন তারা। পরে সাপ ধরবেন না মর্মে মুচলেকা দিলে ওই সাপুড়েকে ছেড়ে দেওয়া হয়।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, বন বিভাগ অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সহযোগিতা করেছে। বন্যপ্রাণী সংরক্ষণে তৎপর রয়েছে বন বিভাগ।