
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়া আজ ৩০ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে নিজ বাসভবনে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন পুত্র, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়া রাঙ্গামাটি জেলার কৃতি সন্তান ক্রীড়ামোদী, শিক্ষক সুদর্শন বড়ুয়া ও এস আই নিদর্শন বড়ুয়ার পিতা। প্রভাত কান্তি বড়ুয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাঙ্গামাটি জেলার ক্রীড়াবিদ, শিক্ষকসহ বিভিন্ন মহল ।