
প্রিয় পাঠক, শুভেচ্ছা নেবেন। একটি নির্ভরযোগ্য অনলাইন পোর্টাল প্রতিষ্ঠার শুরুতে অনেক সাংবাদিক ও রথী-মহারথীদের নিয়ে চলে আলোচনা-সমালোচনা।
বিষয়- কেমন হবে সেই অনলাইন পত্রিকা, কী তার সম্পাদকীয় অবস্থান, কারা থাকবে পত্রিকাটিতে, কতটুকু ক্ষেত্র প্রসারিত করলে নিজেদের স্বাদ ও সাধ্যের মধ্যে চলা যায়, বিস্তৃতি ঘটানো যায়। কৌতূহলের শেষ নেই। তাতেই ধরা পড়ে স্বপ্ন আর সম্পাদকীয় নীতির অঙ্গীকার। তেমনিভাবেই জার্নাল ২৪ বিডি . কম বাংলাদেশের প্রত্যেক কাতারের মানুষের ভাবনা প্রকাশের প্রধান ক্ষেত্রে পরিণত হওয়ার লক্ষে পথ চলা শুরু করেছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে পচা, গলিত আবর্জনা নির্মূলে আমরা নিজেরা যেমন সোচ্চার তেমনি করে জাতিকেও সেই পথে ধাবিত করার প্রত্যয়েও আমরা নির্ভীক। সুন্দর সমাজ তথা পরিমার্জিত রাষ্ট্র গঠনে আমরাও এক যাযাবর অভিযাত্রী। আমাদের এই পথ চলায় যুক্ত হয়েছেন নবীন-প্রবীণ সংবাদযোদ্ধারা। যারা জার্নালকে প্রতিষ্ঠিত করার লক্ষে রাত-দিন নিরলস শ্রম ব্যয় করছেন।
প্রিয় পাঠক জার্নাল ২৪ সংবাদ পরিবেশনের পাশাপাশি মুক্তিযুদ্ধের স্বপক্ষের চেতনা বাস্তবায়নে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, পাঠক সংগঠন, স্বজন সমাবেশ, জলবায়ু পরিবর্তন ও মাদকবিরোধী প্রচারসহ দেশ গঠনে নানা কর্মসূচী ধারণে অঙ্গিকারাবদ্ধ।
প্রিয় পাঠক জার্নাল একটি মানসম্পন্ন অনলাইন পোর্টালে পরিণত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে চায়। নির্ভীক, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও নির্দলীয় সংবাদ প্রকাশই আমাদের মূল উপজীব্য । সেই লক্ষে সামনের বিস্তীর্ণ, এবড়ো-থেবড়ো পথ অতিক্রমে আপনারা আমাদের পাশে থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করা কোন অংশে ভুল হবে না এই বদ্ধমূল ধারণাই পোষণ করছি।